ইউএনও’র উদ্ধার করা সেই বৃদ্ধর দায়িত্ব নিলেন সমাজসেবার প্রবেশন অফিসার পল্লব
- প্রকাশিত সময় ১২:২৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / 103
পাবনা প্রতিনিধিঃ বেড়া উপজেলার এক চরে একজন বৃদ্ধকে কারা যেন ফেলে যায় এপ্রিলের ১৮ তারিখে। দুইদিন পরে এপ্রিলের ২০ তারিখে বেড়ার ইউএনও আসিফ আনাম সিদ্দিকী তাকে উদ্ধার করেন। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়।
পরবর্তীতে তার করোনা টেস্ট নেগেটিভ পাওয়া যায়। বৃদ্ধ লোকটি মানুষিক ভারসাম্যহীন ছিল। এমতাবস্থায় তার মানসিক চিকিৎসা প্রয়োজন ছিল। বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী এর উদ্যোগে ও সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার মো: পল্লব ইবনে শায়েখ এর সহযোগিতায় তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। এসময় প্রবেশন অফিসার মো: পল্লব ইবনে শায়েখ ঐ অজ্ঞাত ব্যক্তির দ্বায়িত্ব গ্রহণ করেন ও তাকে মানসিক হাসপাতালে ভর্তি করেন।
এ প্রসঙ্গে প্রবেশন অফিসার পল্লব ইবনে শায়েখ বলেন, বেড়া ইউএনও মহোদয় অনেক মানবিক কাজ করেছেন, আমি ঐ অজ্ঞাত ব্যক্তির দায়িত্ব গ্রহণ করেছি। এখানে ভর্তির পর সুস্থ্য হলে পরবর্তীতে তাকে আমাদের সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠানে রাখা ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হবে।
সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসক কবির মাহমুদ, ইউএনও আসিফ আনাম সিদ্দিকী ও মানসিক হাপাতালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।