বিজ্ঞপ্তি :
ঈশ্বরদীতে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১১ জনের নমুনা সংগ্রহ
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৯:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / 89
ঈশ্বরদী সংবাদদাতাঃ বৃহস্পতিবার ৭ মে সকালে ঈশ্বরদীতে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর আগে বেশ কয়েকবারে ২১ জনের নমুনা সংগ্রহ করা হলেও এবার একদিনেই ১১ জনের একযোগে নমুনা সংগ্রহ করা করা হলো এই প্রথম।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শামীম জানান, নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে। আগের সবগুলোর ফলাফলই নেগেটিভ এসেছে। এবারও সবগুলোর ফলাফলই নেগেটিভ আসবে বলেই অন্যান্য চিকিৎসকদের ধারণা।
রাশিয়ানসহ বিভিন্ন দেশের নাগরিকদের অবস্থান থাকার পরও এখন পর্যন্ত ঈশ্বরদীতে কোন করোনা রোগী পাওয়া যায়নি বা কারও আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।