বিজ্ঞপ্তি :
পাবনার সাঁথিয়ায় ৫লিটার মদসহ একজন আটক
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৫:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / 82
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ রবিবার ১৭ মে দুপুরে পাবনার সাঁথিয়ার মাধপুর হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে পাবনা-কাশিনাথপুর সড়কের শোলাবাড়িয়া ব্রীজের নিকট থেকে ৫ লিটার মদসহ প্রদীপ সুত্রধর (৪০) নামে একজনকে আটক করেছে।
সে পাবনার আমিনপুর থানার হরিদেবপুর গ্রামের মৃত নিতাই সুত্রধরের ছেলে।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) আলীরেজা জানান, পাবনা থেকে সিএনজি যোগে মদ নিয়ে একজন আসছে এ সংবাদের ভিত্তিতে ফাঁড়ির পুলিশ পাবনা-কাশিনাথপুর সড়কের শোলাবাড়িয়া ব্রীজের নিকট অবস্থান করে। উক্ত স্থনে সিএনজি আসলে থামাতে বলা হলে একটি কালো ব্যাগ নিয়ে প্রদীপ পালাতে গেলে তাকে হাতে নাতে আটক করে পুলিশ।
তার ব্যাগ থেকে ৫ লিটার মদ উদ্ধর করা হয়। বহনকারী সিএনজি আটক করা হয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।