এবারের ঈদ কোন উৎসব নয়: ধর্মীয় আনুষ্ঠানিকতা মাত্র -নাসিম
- প্রকাশিত সময় ১০:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / 168
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ করোনা সংকটে বাংলাদেশে এ বছরের ঈদকে উৎসব হিসেবে দেখার কোন সুযোগ নেই বলে মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন- “এবারের ঈদ কোন উৎসব নয়, ধর্মীয় আনুষ্ঠানিকতা মাত্র”।
যেখানে ঈদের আগে ও পরের সাতদিন মক্কা ও মদিনায় কার্ফিউ ঘোষণা করা হয়েছে, সেখানে বাংলাদেশে এবারের ঈদকে কোনভাবেই উৎসব হিসাবে পালন করার সুযোগ নেই। এই সংকটের মুহুর্তে জনগণকে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি বলেন- নিজের দায়িত্ব নিজেদেরকে নিতে হবে। সরকারকে যথাযথ সাহায্য করতে হবে। অতি উৎসাহী কতিপয় ব্যক্তি বিলাসিতার জন্য মার্কেটে গিয়ে দুর্যোগ ডেকে আনছেন, যা সমাজ ো দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে।
রবিবার ১৭ মে বিকেল ৪টায় ঢাকা থেকে এক ভিডিও কনফারেন্সে সরাসরি সংযুক্ত হয়ে কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নে মোহাম্মদ নাসিম তাঁর ব্যক্তিগত ‘ঈদ উপহার’ হিসেবে চিনি, ময়দা, সেমাইসহ খাদ্য সহায়তা কর্মসুচির উদ্বোধনকালে এসব কথা বলেন।
কাজিপুর নির্বাচনী এলাকার ১৮টি ইউনিয়ন এবং ১টি পৌর সভায় এই ঈদ উপহার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
ভিডিও বার্তায় উপস্থিত কর্মহীন শ্রমজীবি মানুষের উদ্দেশ্যে তিনি বলেন- শুধু নির্বাচনের সময় নয়, সব সময়ই শহীদ এম মনসুর আলীর পরিবার সিরাজগঞ্জ-কাজিপুরের মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে।
তিনি এও বলেন একটি গোষ্ঠী আছে, যারা নির্বাচন এলে অতিথি পাখির মতো এলাকায় উড়ে আসেন, নির্বাচন শেষে আবার উড়ে চলে যান। কোন দুর্যোগে তাদের জনগনের পাশে দেখা যায় না।
তিনি বলেন-একজন মানবিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতেৃত্বে দেশে যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আওয়ামীলীগ জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই সংকটকালে সরকার এবং দলের নেতাকর্মীরা জনগনের পাশে আছেন এবং অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন।
তাঁর নির্বাচনী এলাকায় সরকারি সহায়তার পাশাপাশি তিনি তাঁর ব্যক্তিগত অর্থায়ন থেকেও সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণসহ আর্তমানবতার সেবায় বিনামুল্যে চিকিৎসা এবং ওষুধপত্র বিতরণ করছেন।
তাঁর পুত্র তানভীর শাকিল জয় নিজে উপস্থিত থেকে জনগণের খোঁজ খবর নিচ্ছেন এবং মানবিক সহায়তা দিচ্ছেন।
ভিডিও বার্তায় করোনাভাইরাস সংক্রমণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনগনকে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি বাংলাদেশ সহ বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর মানুষের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করার আহবান জানান।
কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মোহাম্মদ নাসিমের ‘ঈদ উপহার’ কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা ও সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার সহ আরও অনেকে।