পাবনার ঈশ্বরদীতে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি খাদ্যসামগ্রী পাঠালেন উপজেলা চেয়ারম্যান

- প্রকাশিত সময় ১১:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০
- / 109
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাদ্য সামগ্রী ও ফলমূল উপহার পাঠিয়েছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
রবিবার ১৭ মে বিকেলে চেয়ারম্যান তনয় দোলন বিশ্বাসের তত্বাবধায়নে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাদ্য সামগ্রী ও ফলমূলের দুইটি ব্যাগ পৌঁছে দেন ছলিমপুর ইউনিয়ন যুবলীগের নেতা সোহেল বিশ্বাস ও সন্ধি। এসব খাদ্য সামগ্রীর মধ্য রয়েছে চাল, ডাল, তেল, ছোলা, পিয়াজ, আপেল, কমলা, মাল্টা, বিস্কুটসহ বিভিন্ন শুকনো খাবার।
উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করে বলেন, আতংকিত বা চিন্তিত হবেন না। আপনারা নিয়ম মেনে চলুন, বাড়িতে থাকুন আমরা আপনার পাশে আছি ভয় পাবেন না। তিনি আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রসঙ্গতঃ গত ১২ই মে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটিবয় হিসেবে কর্মরত ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়ে। সে আউট সোর্সিং হিসেবে কাজ করে। পরদিন ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ হতে তার বাড়ি লকডাউন করা হয়।