সিরাজগঞ্জে পাচারকালে ৬১ বস্তা সরকারি চাল উদ্ধার
- প্রকাশিত সময় ০৪:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / 98
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় সরকারি ত্রানের ৬১ বস্তা (৩ হাজার ৫০ কেজি) চাল পাচারকালে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার ১৮ মে ভোর রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রাম থেকে এ চাল উদ্ধার করা হয়।
ভদ্রঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, রাতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৬টি ভ্যান জামতৈলের দিকে যাচ্ছিলো। এসময় ভ্যানগুলো নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছালে সরকারি চালের বস্তা দেখে চাল বোঝাই ভ্যানগুলো আটকে রেখে পুলিশ ও ইউএনওকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে চাল গুলো জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করা হয়। চালগুলো কোথায় থেকে এলো, আর যাচ্ছিলো কোথায় সে ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।