পাবনার বেড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত
- প্রকাশিত সময় ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / 58
বেড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় এই প্রথম করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন।
গত রবিবার (১৭মে) বিকেলে বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরদার মোঃ মিলন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বেড়া বাজারের একটি পাইকারি টিনের দোকানে কর্মচারীর করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত ৯মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল তাঁর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠায়।
গত রবিবার (১৭মে) রাজশাহী মেডিকেল কলেজের ল্যাব থেকে বেড়া উপজেলার একজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে বলে পাবনা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়।
আক্রান্ত ব্যক্তির বয়স (৩০), সে বেড়া পৌর এলাকার বাসিন্দা।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী জানান, আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁর বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তি এখন ভালো আছেন বলে জানান তিনি।