রাজশাহীর বাঘায় প্রতিবন্ধীর বাড়ী পুড়ল আগুনে
- প্রকাশিত সময় ১০:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / 77
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় খাঁয়েরহাট গ্রামের এক প্রতিবন্ধী এক নারীর বাড়ি আকষ্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকান্ডের ঘটনায় সম্পূর্ন বাড়ী ভস্মিভূত হয়ে পুড়ে গেছে।
এলাকার লোকজন জানান, ১৮ মে বেলা ১১ টায় রান্না ঘরের চুলা থেকে অসাবধানতায় আকষ্মিক ভাবে আগুন লেগে যায়।এরপর ফায়ার সার্ভিস কে ফোন করে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রন করে।
এদিকে খরব পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও সংশ্লিষ্ঠ গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি)ঘটনাস্থাল পরিদর্শন করেন।
বাড়ির মালিক প্রতিবন্ধী কহিনুর বেওয়া ও তার ছেলে রবিউল ইসলাম জানান, তার ঘর ও অন্যান্য আসবাবপত্রসহ তার প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোশারফ হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি।
উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।