পাবনায় হার্ভেষ্টার মেশিনে ধান কাটার উদ্বোধন করলেন এমপি প্রিন্স
- প্রকাশিত সময় ০৮:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / 98
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব, কৃষক বান্ধব সরকার। তিনি সব সময় কৃষি, কৃষক ও কৃষি পণ্য উৎপাদনে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করে থাকেন।
এমপি প্রিন্স বলেন, কৃষি পণ্য উৎপাদনের সময়ে সাধারণত শ্রমিক সংকট দেখা দেয়। আর বর্তমানে করোনা ভাইরাসের কারণে সবশ্রেণির মানুষ গৃহবন্ধি হয়ে পড়ায় কৃষক শ্রমিক সংকটে পড়েছে। কৃষকের কষ্টে উৎপাদিত ফসল সুষ্ঠু ভাবে ঘরে তোলার লক্ষে সরকার সহজ শর্তে ধান কাটার জন্য হার্ভেষ্টার মেশিন প্রদান করেছেন। ফলে কৃষক স্বল্প সময়ে স্বল্প খরচে তার সোনার ধান ঘরে তুলতে পারছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাবনার রাজাপুরে কৃষকের পাকা ধান হার্ভেষ্টার মেশিন দিয়ে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কুন্তলা ঘোষ, উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজ উদ্দিন ও আবু সাঈদ মিলন, জেলা কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, সদর উপজেলা কৃষকলীগের সম্পাদক দেওয়ান মাযহারুল ইসলাম মুন্নু, আওয়ামীলীগ নেতা হিরোক, এমপি’র বিশেষ সহকারী কামরুজ্জামান রকি ও শেখ রাসেল আলী মাসুদ। এ সময় কৃষি দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ, কৃষকলীগসহ দলীয় অঙ্গ সংগঠন এবং স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হার্ভেষ্টার মেশিনের মালিক রেজাউল করিম জানান, এক ঘন্টায় ২ বিঘা জমির ধান কেটে বস্তা বন্দি করা সম্ভব। প্রতি বিঘা জমির ধান কাটতে কৃষকের কাছ থেকে নেয়া হচ্ছে ২ হাজার টাকা। অথচ ওই কৃষক এক বিঘা জমি শ্রমিকের মাধ্যমে কেটে ঘরে তুলতে খরচ পড়ে ৩৫০০ থেকে ৪০০০ টাকা। স্বল্প সময়ে স্বল্প খরচে ধান কেটে বস্তা ভরে বাড়ি নিতে পেরে খুশি জমির মালিকরা।