যমুনায় নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮; এখনো নিখোঁজ ৯ যাত্রী
- প্রকাশিত সময় ১২:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / 100
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে যাত্রী বোঝাই নৌকা ডুবির ঘটনায় শিশুসহ ৮জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৯ যাত্রী।
গত মঙ্গলবার দুপুর ২টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে। বুধবার সকালে তিন জনের মৃতদেহ ভাটিতে ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেছে। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে।
এছাড়া জীবিত অবস্থায় আরও ৫৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৯ জন যাত্রী। যাত্রীদের মধ্যে অধিকাংশই ধানকাটা শ্রমিক বলে জানান তিনি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক মঞ্জিল হক জানান, আমরা বুধবার সারাদিন উদ্ধার অভিযান করে কোন মৃতদেহ উদ্ধার করতে পারিনি। বৈরী আবহাওয়া এবং তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযানে ব্যাপক বিঘ্ন ঘটে। বৃহস্পতিবার সকালে আরো দুটি মৃতদেহ ভাটিতে ভেসে উঠলে স্থানীরা উদ্ধার করে।
তিনি আরো জানান,ঢাকা থেকে আসা ৭ সদস্যর ডুবুরি দল এখন টাঙ্গাইল জেলার নাগরপুর ফায়ার স্টেশনের অধিনে অবস্থান করছে প্রয়োজন হলে তারা আবার অভিযান শুরু করবে। তবে ধারনা করা হচ্ছে মৃতদেহ গুলো এখন ঢাকার মানিকগঞ্জ এলাকার দিকে ভেসে গিয়ে থাকতে পারে।