পাবনার ঈশ্বরদীতে করোনা আক্রান্ত ছেলের সাথে গোপনে বিয়ে দিয়ে বিপাকে মেয়ের পরিবার
- প্রকাশিত সময় ০৯:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / 144
নিজেস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে করোনায় আক্রান্ত ছেলের সাথে গোপনে দিয়ে বিপাকে পড়েছেন মেয়ের পরিবার। বিষয়টি জানাজানি হলে ঈশ্বরদী থানা পুলিশ ঐ বাড়িটি লকডাউন করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা এলাকার নিবাসী ঐ পরিবার ঈদের আগের দিন অতি গোপনে তার মেয়েকে বিয়ে দেন কুষ্টিয়ার ভেড়ামারার ষোলদাগ গ্রামের এক যুবকের সাথে।
করোনায় আক্রান্ত ঐ যুবক ঢাকায় ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত। সে করোনা উপসর্গ নিয়েই তার গ্রামের বাড়িতে আসে। সে গত ১ সপ্তাহ পূর্বে তার নমুনা জমা দেন পরিক্ষার জন্য। এরমধ্যেই গত ২৪ মে রবিবার ঈদের আগের দিন সে ঈশ্বরদী শহরের ঐ বাড়িতে গোপনে বিয়ে করে।
ঐ যুবক বিয়ের পর নতুন বউকে তার ভেড়ামারার বাড়িতে নিয়ে ৪ দিন অবস্থান করেন। ঈশ্বরদী থেকে মেয়ের বাড়িতেও বেড়াতে যান মেয়ের পরিবারের লোকজন। আজ শুক্রবার সকালে সদ্য বিয়ে করা ঐ যুবকের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
আজ ২৯ মে ঐ যুবকের করোনা রিপোর্ট আসার পরপরই বিষয়টি ভেড়ামারা ও ঈশ্বরদীতে জানাজানি হলে এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহা উদ্দিন ফারুকী জানানা, করোনায় আক্রান্ত ঐ যুবকের খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ শহরের ঐ বাড়িটি ও আশপাশের এলাকা লকডাউন করে এবং বাড়ি থেকে কাউকে বাহিরে বের না হতে কঠোরভাবে নির্দেশ দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান বলেন, ঐ বাড়িটি ও আশপাশের এলাকা লকডাউন ঘোষনা করা হয়েছে এবং বাড়ি থেকে কাউকে বাহিরে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছ। তাদের পরিবারের সকলের নমুনা পরিক্ষার জন্য সংগ্রহ করা হবে।