সিরাজগঞ্জে নতুন করে ১১ জনসহ ৩৮ জন করোনায় আক্রান্ত
- প্রকাশিত সময় ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / 57
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১ জন করোনায় সনাক্ত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসি ও তিন পুলিশ সদস্য রয়েছেন। চার পুলিশ সদস্যসহ ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় এ নিয়ে ৯ পুলিশসহ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৩৮ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৬ জন, রায়গঞ্জের ৩, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার ১ জন করে রয়েছেন। আক্রান্ত চার পুলিশ সদস্য হলেন, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), সহকারি উপ-পরিদর্শক ও ডিবি পুলিশের দুজন কনস্টেবল। এ নিয়ে জেলায় মোট ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ৯৪ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ১১ জনের নমুনায় করোনা ভাইরাস পজিটিভ হলেও বাকী ৮৩ জনের নেগেটিভ এসেছে। তার মতে,আক্রান্তদের মধ্যে অধিকাংশ ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে আসা পোষাককর্মিরাই বেশি। তবে পুরিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন কালে করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসার মাধ্যমে আক্রান্ত হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরকেও চিহ্নিত করে কোয়ারেন্টাইন রাখা হচ্ছে।
উল্লেখ্য, সিরাজগঞ্জে এপর্যন্ত মোট ১৫৭২জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১৩৩৭ জনের নমুনা প্রতিবেদন পাওয়াগেছে। যারমধ্যে ৩৮ জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে ৩জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন এবং ২জন আইসোরেশনে চিকিৎসাধিন আছেন।