সিরাজগঞ্জে যমুনার সিমলা স্পার বাঁধের ৩০ মিটার এলাকায় ধস
- প্রকাশিত সময় ০৫:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / 119
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ টানা বর্ষণে পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে সিরাজগঞ্জে যমুনার সিমলা স্পার বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
শনিবার সকালে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা স্পার বাঁধে এ ধস দেখা দেয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জরুরী ভাবে বালির বস্তা ফেলা শুরু করেছে।
পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম জানান, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে আসা পাহাড়ী ঢরের কারণে যমুনায় আকস্মি ভাবে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে শনিবার ভোর রাত থেকে প্রবল বর্ষণ ও যমুনার পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোতে স্পার বাঁধের স্যাংক (স্পারের মাটির অংশ) ধসে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে ধস ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের করা হচ্ছে। তিনি এজন্য আতংকিত না হবারও আহবান জানান।
অপরদিকে স্থানীয়দের অভিযোগ নিয়মিত মনিটরিং এবং বাঁধ এলাকায় শুস্ক মৌসুমে সংস্কার কাজ না করার কারণে এমটি হয়েছে।
এদিকে গত ৮ দিনে যমুনা নদীতে রেকর্ড হারে পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার সকালে শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় ১২ দশমিক ২৫ মিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। যা বিপদসীমার ১ দশমিক ১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শনিবার থেকে নদীর পানি কমা শুরু হতে পারে।