পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ
- প্রকাশিত সময় ০৫:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / 110
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে ঘর-বাড়ি ভাংচুর, লুট-পাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। উভয় গ্রুপই দেশী তৈরী অস্ত্রে-শস্ত্রে শান দিচ্ছে, উধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন মুহুর্তে প্রাণহানীর মতোও ঘটনার আশংকা রয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানাযায়, সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদরে সাথে একই ইউনিয়নের সোনাতলা গ্রামের ইউনুস মোল্লার ছেলে সম্ভব ইউপি চেয়ারম্যান প্রার্থী হাফিজ মোল্লার এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ঈদুল ফেতরের একদিন পর হাফিজ গ্রপের লোকজন সোনাতলা বাজারে ঘোরা ফেরা করায় হারুন-অর-রশিদ গ্রুপের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে।
গত ২৭ মে বিকেলে হারুন-অর-রশিদ গ্রুপের প্রায় ৩’শ লোকজন মিছিল সহকারের সোনাতলা বাজারে আসার সময় পুলিশের বাধা তা ভেস্তে যায়। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে।
থানা পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার এক পর্যায়ে ঐদিন সন্ধ্যায় হারুন গ্রুপের প্রায় ২০/২৫জন দেশী তৈরী অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে সম্ভব ইউপি চেয়ারম্যান প্রার্থী হাফিজ গ্রুপের সোনাতলা মধ্যপাড়া গ্রামের আলহাজ্ব ওমর মোল্লার ছেলে রতন মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ঘর-বাড়ি, হোন্ডাসহ ঘরে রক্ষিত মালামাল ভাংচুর ও লুটপাট করে।
এ ব্যাপারে রতন বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
অপরদিকে গত ২৯ মে দিনগত গভীর রাতে হারুন-অর-রশিদ গ্রুপের সোনাতলা মধ্যপাড়া গ্রামের শফি সরকারের ছেলে সোহেলের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এব্যাপরে শফি বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
এ খবর লেখা পর্যন্ত এলাকায় চাপা উত্তোজনা বিরাজ করছে। উধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন মুহুর্তে প্রাণহানীর মতোও ঘটনার আশংকা রয়েছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান অভিযোগের কথা স্বীকার করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে সোনাতলা মধ্যপাড়া গ্রামের মৃত আনছারের নিয়ামত(৪০) ও সোনাতলা গ্রামের ময়সারের ছেলে রেজওয়ান(৩০)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আর অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।