লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশি পাচারের সাথে জড়িত ব্যক্তি ঢাকায় গ্রেফতার
- প্রকাশিত সময় ০৫:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / 174
র্যাব-৩ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবু জাফর মোঃ রহমত উল্লাহ জানিয়েছেন গতরাতে ঢাকার শাহজাদপুর এলাকা থেকে কামাল উদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত কামাল উদ্দিন আদম ব্যবসার সাথে জড়িত বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
সহকারী পুলিশ সুপার আবু জাফর মোঃ. রহমত উল্লাহ জানিয়েছেন, যে ২৬ জন বাংলাদেশিকে ২৮ মে লিবিয়ায় হত্যা করা হয় গ্রেফতারকৃত কামাল উদ্দিন তাদের মধ্যে কয়েকজনকে সেখানে পাঠিয়েছিলেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণের মিজদা অঞ্চলে ৩৮ জন বাংলাদেশিকে অপহরণ করা হয়।
আরও পড়ুনঃ লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশির মরদেহ আসছে না দেশে
পরে অপহরণকারীদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন ১১ জন। র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন কামাল উদ্দিন মানব পাচারকারীদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন সেই সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার পাসপোর্টও জব্দ করা হয়েছে। এই মূহুর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্রঃ বিবিসি