যেভাবে ৮ মিনিট ৪৬ সেকেন্ডে পুলিশি জিম্মায় হত্যা করা হয়েছিল জর্জ ফ্লয়েডকে
- প্রকাশিত সময় ০৮:০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / 164
আন্তর্জাতিক ডেস্কঃ গত ২৫ মে মিনিয়াপলিস পুলিশ অফিসাররা জাল টাকার বিনিময়ে সিগারেট কেনার অভিযোগে জর্জ ফ্লয়েড নামে ৪৬ বছর বয়সী একজন কৃষ্ণাঙ্গকে গ্রেপ্তার করেছিলেন।
পুলিশ স্কোয়াডের প্রথম গাড়িটি ঘটনাস্থলে আসার সতেরো মিনিট পরে ফ্লয়েড অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং তাকে তিন পুলিশ কর্মকর্তার নীচে চাপা পড়ে থাকতে দেখা যায়। সেসময় তাকে জীবিত বলেও মনে হয়নি।
অফিসাররা জর্জ ফ্লয়েডকে আটক করার পরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল যা মিনিয়াপলিস পুলিশ বিভাগের নীতিকে মারাত্মকভাবে লঙ্ঘন করে। যার একপর্যায়ে জর্জ ফ্লয়েড নিঃশ্বাস নিতে পারছিলেন না এবং সেসময় তিনি ও দর্শনার্থীরা অন্যদের সাহায্যের জন্য ডেকেছিলেন।
জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরের দিন, পুলিশ বিভাগ এই হত্যাকান্ডে জড়িত চারজন কর্মকর্তাকে বরখাস্ত করে। শুক্রবার হেনেপিন কাউন্টি অ্যাটর্নি মাইক ফ্রিম্যান বরখাস্ত হওয়া পুলিশ অফিসার ডেরেক চৌভিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ ঘোষণা আনেন, যাকে ভিডিও ফুটেজে ফ্লয়েডকে মাটিতে ঠেসে ধরে রাখার সময় সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়।
অভিযোগ অনুসারে ডেরেক চৌভিন তার হাঁটু জর্জ ফ্লয়েডের ঘাড়ে ৮ মিনিট ৪৬ সেকেন্ড চেপে রেখেছিলেন।
ভিডিওতে আরো দেখা যায় জর্জ ফ্লায়েড চেতনা হারিয়ে ফেলার প্রায় এক মিনিট পরেও ডেরেক তার হাঁটু সরাননি। যদিও ততক্ষণে জরুরী প্রাথমিক চিকিতসা দেয়ার জন্য একজন প্যারামেডিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন।
জর্জ ফ্লয়েডের গ্রেপ্তারে অংশ নেয়া বাকি তিনজন কর্মকর্তা টমাস লেন, জে আলেকজান্ডার কুয়েং এবং টু থাও এই মূহুর্তে তদন্তাধীন রয়েছেন বলে জানা গেছে।
সূত্রঃ নিউইয়র্ক টাইমস