সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-মা ও মেয়ে নিহত
- প্রকাশিত সময় ১০:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / 148
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের বাবা-মা ও মেয়ে নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, শাহজাদপুর উপজেলার বাদলবাড়ি গ্রামের রবী সুত্র ধরের ছেলে কানচু সুত্রধর, তার স্ত্রী আন্না সুত্রধর (৩৫) ও কন্যা সীমা সুত্রধর তোড়া (৭)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা করে কানচু সুত্রধর তার স্ত্রী ও কন্যাকে সাথে নিয়ে শাহজাদপুরে ফিরছিলেন। আটোরিক্সাটি ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল নামক স্থানে পৌছলে ঢাকাগামী একটি বাসের মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই কানচু সুত্রধর নিহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার কন্যা সীমা সুত্রধরকে মৃত ঘোষনা করে। আর তার স্ত্রী আন্না সুত্রধরকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আনজু মনোয়ারা সেলি জানান, সড়ক দুর্ঘটনায় মৃত অবস্থায় কানচু সুত্রধর এবং আহত অবস্থায় তার মেয়ে সীমা সুত্রধরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর সীমা সুত্রধরের মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই জন। তাদেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।