উপনির্বাচন পাবনা-৪ আসন (ঈশ্বরদী-আটঘরিয়া)
- প্রকাশিত সময় ০২:৩৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / 162
নিজেস্ব প্রতিবেদকঃ বিদ্যমান করোনা পরিস্থিতির কারনে দেশের চারটি সংসদীয় আসন শূন্য অবস্থায় পড়ে আছে। আসন গুলো হলো- পাবনা-৪, বগুড়া-১, ঢাকা-৫ ও যশোর-৬।
আসনগুলোর মধ্যে যশোর-৬ ও বগুড়া-১ এর নির্বাচন হওয়ার কথা ছিলো ২৯ মার্চ। কিন্তু করোনা পরিস্থিতির কারনে বিভিন্ন মহলের ব্যপক সমালোচনা মুখে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।
অপরদিকে গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের (আটঘরিয়া-ঈশ্বরদী) সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (ডিলু) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবং গত ৬ মে ঢাকা-৫ আসনের (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা মারা যাওয়ায় আসনগুলো শূন্য অবস্থায় আছে।
সংসদীয় আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্বাচন করা সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায়, নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের ৭১ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনটি গত ২ এপ্রিল ২০২০ তারিখে শুন্য হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ এর দফা (৪) অনুযায়ী উক্ত শুন্য পদ পূরণ করার জন্য আগামী ৩০ জুন ২০২০ তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান আছে।
প্রধান নির্বাচন কমিশনারের বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাস সংক্রমণজনিত দৈব-দুর্বিপাকের কারনে নির্ধারিত সময়ের (৯০দিন) মধ্যে শুন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এমতাবস্থায়, জাতীয় সংসদের ৭১ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) শুন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।
নির্বাচনের সময়সূচি পরবর্তিতে যথাসময়ে ঘোষনা করা হবে।