বিজ্ঞপ্তি :
পাবনার ঈশ্বরদীতে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত: মোট আক্রান্ত ১৩ জন
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১২:২৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / 78
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ উম্মে হাবিবা সহ আরও ৬ জনের করোনায় আক্রান্ত হয়েছে। এই ৬ জনকে নিয়ে ঈশ্বরদীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩।
নতুনভাবে করোনায় আক্রান্তরা হলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ উম্মে হাবিবা, আবু সাঈদ, মাসুদ মিয়া ও শামসুল হক।
এই ৬ জনের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে ৪ জনের করোনা শনাক্ত হয়। আর অপর ২ জনের ঢাকা ল্যবে করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আসমা খান।
এর আগে গতকাল ৬ জুন ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৪ মে ১ জন, ১২ মে ১ জন, ১১ মে ১ জন এবং ৮ মে প্রথম ১ জন করোনা রোগী শনাক্ত হয়।