পাবনার বেড়ায় জনতার হাতে ছিনতাইকারী আটক
- প্রকাশিত সময় ০৫:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / 96
বেড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক হইয়েছে এক ছিনতাইকারি। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয়রা।
পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেল ও একটি চাকু উদ্ধার করেছে।গত শনিবার ৬ জুন রাত সাড়ে ১০টার সময় চাকলা মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আটককৃত ছিনতাইকারী শামিম নাকালিয়া গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার ৬ জুন রাত সাড়ে ১০ টার সময় চাকলা পুর্বপাড়া গ্রামের মালেক মোল্লার ছেলে চাঁদ (২০) চাকলা ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় মোটরসাইকেল যোগে আসা তিনজন ছিনতাইকারি তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছে থাকা স্যামস্যং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চাকলা মোল্লাবাড়ি রাস্তা হয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় চাঁদের চিৎকারে আসপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি চাকলা মোল্লাবাড়ি চাঁদের আত্মীয়দের ফোন করে জানিয়ে দেয়।
পরে আত্মীয়রা রাস্তায় বাঁশের ব্যরিগেট দিয়ে ছিনতাইকারিদের পথরোধ করে শামিম (২৪) নামের এক ছিনতাইকারিকে আটক করে। অন্য দুই ছিনতাইকারি পালিয়ে যায়।
ঘটনাটি বেড়া থানা পুলিশকে জানালে পুলিশ এসে ছিনতাইকারিসহ তাদের ব্যবহিত একটি মোটরসাইকেল, একটি ধারালো চাকু উদ্ধার করে।
এব্যপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খাঁন জানান, আটক ছিনতাইকারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তাঁকে পাবনা জেল হাজতে প্রেরন করা হয়েছে। পালাতক দুইজনকে দ্রুত আটকের চেষ্টা চলছে।