পাবনার সাঁথিয়ায় আরও ১ জনের করোনা শনাক্ত
- প্রকাশিত সময় ০৫:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / 56
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় আরও ১ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। বাড়ি লকডাউনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ নিশ্চিত করেছেন প্রশাসন।
সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) ডা: মামুন আব্দুল্লাহ জানান, করোনা ভাইরাস সন্দেহে গত ৫ জুন উপজেলার বোয়াইলমারী গ্রামের একই পরিবার থেকে ৪ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়েছিল। গত মঙ্গলবার বিকেলে নমুনা রিপোর্টে ১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে এবং বাকীদের নেগেটিভ এসেছে ।
এ সংবাদে ঐ দিনই উপজেলা প্রশাসন বাড়িটির সম্পূর্ণ লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখে এবং লকডাউন ঘোষনা করেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, আমরা করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িটি লকডাউন ঘোষনা করেছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামানসহ সুধীজন।
ঐ বাড়ি থেকে কেউ জরুরী প্রয়োজন ছাড়া বের হতে ও প্রবেশ করতে পারবে না। উপজেলা প্রশাসন ঐ পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করেছেন।
উল্লেখ্য উপজেলার ১২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।