সিরাজগঞ্জে পুলিশের ধাওয়ায় যমুনা নদীতে ডুবে এক জুয়াড়ির মৃত্যু
- প্রকাশিত সময় ০৯:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / 94
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের হাটঘোরজান বাজারে পুলিশের ধাওয়া খেয়ে যমুনা নদীতে ডুবে মোঃ এন্তাজ মন্ডল (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে হাজারী বর্শি টেনে যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত এন্তাজ মন্ডল শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের বাতদিঘুলিয়া গ্রামের মোঃ দুবুল মন্ডলের ছেলে।
নিহতের প্রতিবেশি চাচা বাতদিঘুলিয়া বাবুল প্রামানিক জানান-মঙ্গলবার বিকালে হাটঘোরজান বাজারে এন্তাজ জুয়া খেলতে যায়। এসময় চৌহালী থানা পুলিশ এসে ধাওয়া করে। এন্তাজ মন্ডল পুলিশের হাত থেকে বাঁচার জন্য নদীতে ঝাপ দিয়ে তীরে উঠতে না পেড়ে ডুবে যায়। পরে হাজারী বর্শি টেনে তাকে উদ্ধার করে বুধবার গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
হাটঘোরজান গ্রামের জাহিদুল ইসলাম জানান,এন্তাজ মন্ডলসহ কয়েক জন বাজারে জুয়া খেলতে ছিলো এ সময় চৌহালী থানার পুলিশ এসে ধাওয়া দেয়। চারজন যমুনা নদীতে ঝাপ দেয় অপর ৩ জন সাঁতরিয়ে পাড়ে উঠলেও এন্তাজ মন্ডল ডুবে যায়।
এবিষয়ে চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, চৌহালীর হাটঘোরজান এলাকায় নিয়মিত জুয়াড় আসর বসে এমন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ কবিরের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালানোর জন্য নৌকা নিয়ে গেলে জুয়াড়ীরা আগেই পালিয়ে যায়। তখন পুলিশ কাউকে না পেয়ে ওখান থেকে চলে আসে। পরে জানাযায়, চার জুয়াড়ী নদীতে ঝাপিয়ে পালানোর সময় এন্তাজ নামে একজন ডুবে মারা গেছে।
একই সাথে তিনি নিহতের মা রাবেয়া বেগমের বরাদ দিয়ে বলেন পরিবারের কোন অভিযোগ নেই। এখানে পুলিশের কোন ত্রুটি নেই বলেও তিনি দাবি করেন। তারপরও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।