ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পাবনার ঈশ্বরদীতে অ্যাম্পুল ও স্টিকের অভাবে করোনার নমুনা সংগ্রহ বন্ধ

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৫:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
  • / 91

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ বৃহস্পতিবার ১১ জুন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহে ব্যবহৃত অ্যাম্পুল ও স্টিকের অভাবে করোনার নমুনা সংগ্রহ বন্ধ হয়ে গেছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান নমুনা সংগ্রহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাঃ আসমা খান জানান, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত অ্যাম্পুল ও স্টিক দ্বারা ১০ই জুন বুধবার পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার নমুনা প্রদানকারী ব্যক্তির সংখ্যা বেশী ছিলো। সেকারনে আমরা অতি জরুরী ৩১ জনের নমুনা সংগ্রহ করেছি। এখন শুধু সিরিয়াল নিয়ে রাখা হচ্ছে, অ্যাম্পুল ও স্টিকের বরাদ্দ পেলেই সিরিয়াল অনুযায়ী নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যে আমরা অ্যাম্পুল ও স্টিকের জন্য চাহিদাপত্র দিয়েছি।

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ যোগ দিতে আসা ব্যক্তিরাই বেশী নমুনা প্রদান করতে আসছে বলে তিনি জানান। এজন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পক্ষ থেকেও অ্যাম্পুল ও স্টিকের জন্য চাহিদাপত্র দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আমরা ৬৯১ জনের নমুনা সংগ্রহ করেছি। বুধবার ১০ জুন রাত পর্যন্ত ৩৮০ জনের রিপোর্ট হাতে পেয়েছি। এরমধ্যে ১৬ জনের রিপোর্ট পজিটিভে এসেছে। ঈশ্বরদীতে করোনা আক্রান্ত আরো ৩ জনের মধ্যে ২ জনের নাটোর ও ১ জনের কুষ্টিয়া থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান রাখার স্বার্থে দ্রুত অ্যাম্পুল সংগ্রহ এবং রিপোর্ট পাওয়ার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি বিশ্বস্ত সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরতদের নমুনা সংগ্রহের জন্য পৃথক কেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি পিসিআর ল্যাব বসানোর বিষয়টি রাশিয়ার বিবেচনাধীন রয়েছে। রাশিয়ার রাষ্ট্রিয় পারমাণবিক সংস্থা রসাটম এবং ঠিকাদারী প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের উদ্যোগে জুনের শেষ নাগাদ করোনা পরিস্থিতির কারনে একটি পৃথক পিসিআর ল্যাব স্থাপনের সম্ভাবনা রয়েছে।

পাবনার ঈশ্বরদীতে অ্যাম্পুল ও স্টিকের অভাবে করোনার নমুনা সংগ্রহ বন্ধ

প্রকাশিত সময় ০৫:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ বৃহস্পতিবার ১১ জুন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহে ব্যবহৃত অ্যাম্পুল ও স্টিকের অভাবে করোনার নমুনা সংগ্রহ বন্ধ হয়ে গেছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান নমুনা সংগ্রহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাঃ আসমা খান জানান, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত অ্যাম্পুল ও স্টিক দ্বারা ১০ই জুন বুধবার পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার নমুনা প্রদানকারী ব্যক্তির সংখ্যা বেশী ছিলো। সেকারনে আমরা অতি জরুরী ৩১ জনের নমুনা সংগ্রহ করেছি। এখন শুধু সিরিয়াল নিয়ে রাখা হচ্ছে, অ্যাম্পুল ও স্টিকের বরাদ্দ পেলেই সিরিয়াল অনুযায়ী নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যে আমরা অ্যাম্পুল ও স্টিকের জন্য চাহিদাপত্র দিয়েছি।

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ যোগ দিতে আসা ব্যক্তিরাই বেশী নমুনা প্রদান করতে আসছে বলে তিনি জানান। এজন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পক্ষ থেকেও অ্যাম্পুল ও স্টিকের জন্য চাহিদাপত্র দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আমরা ৬৯১ জনের নমুনা সংগ্রহ করেছি। বুধবার ১০ জুন রাত পর্যন্ত ৩৮০ জনের রিপোর্ট হাতে পেয়েছি। এরমধ্যে ১৬ জনের রিপোর্ট পজিটিভে এসেছে। ঈশ্বরদীতে করোনা আক্রান্ত আরো ৩ জনের মধ্যে ২ জনের নাটোর ও ১ জনের কুষ্টিয়া থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান রাখার স্বার্থে দ্রুত অ্যাম্পুল সংগ্রহ এবং রিপোর্ট পাওয়ার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি বিশ্বস্ত সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরতদের নমুনা সংগ্রহের জন্য পৃথক কেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি পিসিআর ল্যাব বসানোর বিষয়টি রাশিয়ার বিবেচনাধীন রয়েছে। রাশিয়ার রাষ্ট্রিয় পারমাণবিক সংস্থা রসাটম এবং ঠিকাদারী প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের উদ্যোগে জুনের শেষ নাগাদ করোনা পরিস্থিতির কারনে একটি পৃথক পিসিআর ল্যাব স্থাপনের সম্ভাবনা রয়েছে।