পাবনার ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কারোনায় আক্রান্ত
- প্রকাশিত সময় ০২:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 88
ভাঙ্গুড়া (প্রতিনিধি) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। এতে এ উপজেলায় এই প্রথম একজন ডাক্তার করোনা আক্রান্তের ঘটনা ঘটল।
সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার অসুস্থ্য হলে গত ৭ জুন তার দেহের নমুনা সংগ্রহ করে রাজশাহী পিসিআর ল্যাবে পরীক্সার জন্য পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। ১৩ জুন সেই পরীক্ষার ফলাফলের রির্পোট হাতে পায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। রির্পোটে ঐ ডাক্তারের দেহে করোনাভাইরাস পজেটিভ ফলাফল আসে। বর্তমানে তিনি প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ্য আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম বলেন, করোনায় আক্রান্ত ডাক্তারকে প্রতিষ্ঠানিক আইসোলেশনে রাখার সিধান্ত হয়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ্য আছেন।