পাবনায় বিড়ি শিল্প ও শ্রমিক বাঁচাতে শুল্ক কমানোর দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৫:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 104
পাবনা প্রতিনিধিঃ বিড়ি শিল্প ও শ্রমিক বাঁচাতে শুল্ক কমানোর দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টায় দুলাই বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মো. হ্যারিক হোসেন, সাধারণ সম্পাদক মো. শামীম ইসলাম, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, আলম শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নতুন বাজেটে বিড়ির ওপর অর্পিত মূল্যস্তর ৪ টাকা ও সম্পূরক শুল্ক কমিয়ে সহনীয় পর্যায়ে রাখতে হবে। সিগারেটের ন্যায় বিড়িকে ২০৪০ সাল পর্যন্ত ব্যবসা করার সুযোগ দিতে হবে। বিড়ির ওপর অর্পিত অগ্রিম আয়কর বাতিল করতে হবে। বিড়ি শিল্পকে বিদেশি সিগারেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান করোনা ভাইরাসের কারণে বিড়ি শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। এসময় বিড়ি শিল্প ও শ্রমিকদের বাঁচাতে আর্থিক প্রণোদনা দাবি করেন বিড়ি মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ।