ফরিদপুরের ভাঙ্গায় আগামীকাল থেকে ৩০শে জুন পর্যন্ত পূর্ণ লক-ডাউন ঘোষনা

- প্রকাশিত সময় ০৫:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / 246
ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বৈশ্বিক করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ফরিদপুর-০৪ আসনের স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন ও জেলাপ্রশাসক অতুল সরকারের সিদ্ধান্ত ক্রমে জেলাপ্রশাসন ফরিদপুর আগামী ১৫ই জুন দিবাগত রাত ১২টা থেকে ৩০সে জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত ভাঙ্গা পৌরএলাকা লক-ডাউন ঘোষনা করেছেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা প্রশাসন। তারা আরো জানান, এই সময় শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া বাকি সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমন কি ভ্যান, রিক্সা, অটোরিক্সা, মটরসাইকেল, বাইসাইকেল, নছিবন, করিবন, ইজিবাইক সহ সমস্ত জান চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।
জানা যায় ফরিদপুর জেলার মধ্যে করোনা আক্রান্তের সর্বোচ্চ ঝুকিতে আছে ভাঙ্গা উপজেলা এ ব্যাপারে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও বিভিন্ন সচেতন মূল প্রচারণা করা হয়েছে।