পাবনার ঈশ্বরদীতে আরো ২ জন করোনা রোগী শনাক্ত: মোট ২১ জন
- প্রকাশিত সময় ০১:৩৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / 84
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ গত ২৪ ঘন্টায় ঈশ্বরদীতে হাসপাতালের নার্সসহ আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে ঈশ্বরদীতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ জন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন করোনা আক্রান্তরা হলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স দিব্যা ভারতী(৩৫) এবং শহরের গ্রামীণ ফোন সেন্টারের কর্মচারী শেরশাহ রোডের বাসিন্দা শরিফুল ইসলাম (৩৫)।
বুধবার ১৭ জুন রাত সাড়ে ৯টার দিকে তাদের করোনা রিপোর্ট এসেছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খান।
তিনি আরও জানান, এদের নমুনা রাজশাহী ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলাকে ইয়োলো জোন হিসেবে চিহ্ণিত করা হয়েছে।
এর আগে, গত ৯ জুন ব্র্যাক ব্যাংকের ঈশ্বরদী শাখার ম্যানেজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চিসহ ৬ জন করোনা শনাক্ত হয়। গত ৭ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ উম্মে হাবিবা সহ আরও ৬ জনের করোনায় আক্রান্ত হয়। ৬ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত পরিচয়ে নমুনা প্রদানকারী ৩ জন করোনা আক্রান্ত হয়।
গত ২৪ মে উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামের শিল্পী বেগম, ১২ মে উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামের মোঃ শাহিনুর ইসলাম, ১১ মে উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু করোনায় আক্রান্ত হয়।
গত ৮ মে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের রেহানুল কবীর নামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
গত ২৮ মে প্রথম ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
এখন পর্যন্ত ঈশ্বরদীতে কোন করোনা রোগীর সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।