পাবনার ঈশ্বরদীতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মচারী করোনা আক্রান্ত
- প্রকাশিত সময় ১১:৫৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / 66
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ঈশ্বরদীতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কম্পিউটার অপারেটর করোনা আক্রান্ত হয়েছেন।
কম্পিউটার অপারেটর নূরুজ্জামান টমি (৪০) ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আড়মবাড়িয়া বাজার এলাকার মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের পুত্র বলে জানা গেছে।
সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার জানান, নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তার নমুনা পরীক্ষা হয়। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ইউএনও সাহেবের নির্দেশে শুক্রবার সকালে তার বাড়ি লকডাউন করা হয়েছে বলে তিনি জনিয়েছেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান তাঁর পরিষদের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কম্পিউটার অপারেটর করোনা আক্রান্ত বলে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের অফিস সকালে লকডাউন করা হয়েছে। শনিবার আক্রান্ত কর্মচারীর বাড়ির সকলের এবং প্রকল্প কার্যালয়ে কর্মরতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত প্রকল্প অফিস লকডাউন থাকবে বলে তিনি জানিয়েছেন।