পাবনার ভাঙ্গুড়ায় নতুন করে ২ জন করোনা আক্রান্ত
- প্রকাশিত সময় ০২:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / 55
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় করোনাভাইরোসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ইয়োলো জোন হিসেবে খ্যাত ভাঙ্গুড়া উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য সহকারি ও ঔষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই ২ জনসহ উপজেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়াল ১৪ জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। উপাজেলা স্বাস্থ কমপ্লেক্সের এক নারী স্বাস্থ্যকর্মী ও স্কায়ার কোম্পানিতে কর্মরত এক ঔষধ বিক্রয় প্রতিনিধি অসুস্থ্য বোধ করলে গত ১৫ জুন উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্র করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠায়। নমুনা পরীক্ষা শেষে গত বৃহস্প্রতিবার ফলাফল পাঠায়। সে ফলাফলে ওই দুজনের দেহে করোনা শনাক্ত হয়। নারী স্বাস্থ্য সহকর্মীর বাড়ি ভাবানীপুর ও স্কায়ার ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি পাবনাতে অবস্থান করেন।
ফলে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল মোট ১৪ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম জনান, এ উপজেলায় নতুন করো ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন এবং সুস্থ হয়েছেন ৭ জন। আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে স্থিতিশীল রয়েছেন। এছাড়া সবাইকে স্বাস্থ্য সচেতন হয়ে চলার পরামর্শ দেনও এই স্বাস্থ্য কর্মকর্তা।