সিরাজগঞ্জে করোনার মধ্যে বাল্যবিয়ে দেওয়ায় কনের অভিভাবকদের জরিমানা

- প্রকাশিত সময় ০৫:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / 108
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদরে করোনা আতংকের মাঝে একই দিনে তিন স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড)।
সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ বিবাহের আয়োজন থেমে নেই। ঠিক তেমনি একই দিনে তিনটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, শুক্রবার সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া গ্রামে এসএসসি পরীক্ষার্থী (১৬), শিয়ালকোল ইউনিয়নের চন্ডীদাসগাতী গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) ও রাত ৮টায় সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়ায় দশম শ্রেনীর ছাত্রী (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
তিনটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিবাহগুলো বন্ধ করে প্রত্যেক ক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয় এবং বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।