ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০২:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
  • / 85

খায়রুল খন্দকার, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভিরামপুর গ্রামের মো. ওয়াজ উদ্দিনের ছেলে মো. শাজাহান মিয়া (৩৫) ও তার স্ত্রী এলোনা বেগম(৩০) মৃত্যুবরণ করেছে।

মৃত শাজাহান সংসারের কাজের পাশাপাশি বাঁশতৈল বাজারে চায়ের দোকানদাড়ি করতেন। অনিক ও জান্নাত নামে তাদের দুটি সন্তান রয়েছে।

রোববার ২১ জুন সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অবিরামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে শাজাহান মহিষ নিয়ে বাড়ির পাশের মাঠে যান। এসময় মাঠে পড়ে থাকা কারেন্টের মেইন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। টের পেয়ে তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আহত হয় ১৪ বছরের ছেলে অনিক। অনিকের চিৎকারে স্থানীয়রা ছু্টে এসে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে বাঁশতৈল ক্লিনিকে নেওয়ার পর ক্লিনিকের ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম জানান, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটছে এটা খুবই দুঃখজনক। দীর্ঘদিন ধরে তাদের এলাকায় বাঁশের খুটির সাহায্যে ওয়াপদার বিদ্যুতের মেইন লাইন টানা হয়েছে। যা খুবই বিপদজনক। মাঝে মধ্যেই বাঁশের খুটি ভেঙে বিদ্যুতের তার মাঠে পড়ে থাকে। আর সেগুলোতে জড়িয়ে মানুষ, গবাদী পশুসহ বন্যপ্রাণী মারা যায়। এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকে বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে।

বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় অভিরামপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি পরিবারের কাছ হস্তান্তর করা হবে।

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত সময় ০২:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

খায়রুল খন্দকার, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভিরামপুর গ্রামের মো. ওয়াজ উদ্দিনের ছেলে মো. শাজাহান মিয়া (৩৫) ও তার স্ত্রী এলোনা বেগম(৩০) মৃত্যুবরণ করেছে।

মৃত শাজাহান সংসারের কাজের পাশাপাশি বাঁশতৈল বাজারে চায়ের দোকানদাড়ি করতেন। অনিক ও জান্নাত নামে তাদের দুটি সন্তান রয়েছে।

রোববার ২১ জুন সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অবিরামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে শাজাহান মহিষ নিয়ে বাড়ির পাশের মাঠে যান। এসময় মাঠে পড়ে থাকা কারেন্টের মেইন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। টের পেয়ে তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় আহত হয় ১৪ বছরের ছেলে অনিক। অনিকের চিৎকারে স্থানীয়রা ছু্টে এসে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে বাঁশতৈল ক্লিনিকে নেওয়ার পর ক্লিনিকের ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম জানান, বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটছে এটা খুবই দুঃখজনক। দীর্ঘদিন ধরে তাদের এলাকায় বাঁশের খুটির সাহায্যে ওয়াপদার বিদ্যুতের মেইন লাইন টানা হয়েছে। যা খুবই বিপদজনক। মাঝে মধ্যেই বাঁশের খুটি ভেঙে বিদ্যুতের তার মাঠে পড়ে থাকে। আর সেগুলোতে জড়িয়ে মানুষ, গবাদী পশুসহ বন্যপ্রাণী মারা যায়। এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকে বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে।

বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় অভিরামপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি পরিবারের কাছ হস্তান্তর করা হবে।