রাজশাহীতে বিমান দুর্ঘটনার ভয়ে ঘুড়ি ওড়ানোয় নিষেধাজ্ঞা
- প্রকাশিত সময় ০৫:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / 203
স্টাফ রিপোর্টারঃ ঢাকা-রাজশাহী অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালচল বন্ধ থাকলেও দুর্ঘটনা এড়াতে আকাশে ঘুড়ি ওড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে শাহ মখদুম (রহ.) বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, যেসকল এলাকায় বিমান উড্ডয়ন করে সেসব এলাকায় ঘুড়ি ওড়ানো যাবে না। বিষয়টি জানিয়ে গত কয়েকদিন যাবৎ রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় মাইকিং করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলেন, দেশে বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে রাজশাহী-ঢাকা রুটে যাত্রীবাহী বিমান ওঠানামা বন্ধ রয়েছে। তবে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে প্রতিদিন দুই-তিনটি প্রশিক্ষণ বিমান নিয়মিত আকাশে উড্ডয়ন ও রানওয়েতে অবতরণের মাধ্যমে তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। আকাশে ঘুড়ি ওড়ানোর কারণে এখানকার প্রশিক্ষণ বিমানগুলো মারাত্মক ঝুঁকি নিয়ে বর্তমানে ওঠানামা করছে।
করোনা পরিস্থিতির কারনে গৃহবন্দি অনেক কিশোর, যুবক, এমন বয়স্ক ব্যক্তিরাও ঘুড়ি উৎসবে মেতে উঠেছে। লকডাউন উঠে গেলেও তারা নিয়মিতই সকাল-বিকেলে আকাশে ঘুড়ি ওড়ানোর খেলায় ব্যস্ত থাকছে।
শুধুমাত্র সাধারণ ঘুড়ি নয়, অনেকেই লাইলনের দড়ি দিয়ে এখন ঘুড়ির চেয়েও বড় ‘চঙ’ তৈরি করে আকাশে ওড়াচ্ছে। এতেকরে যেকোনো দিন আকাশে বড় ধরনের বিমান দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে জনসাধারনকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে।
শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বলেন, ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও প্রশিক্ষণ বিমান ওঠানামা করছে। তারা নিয়মিতভাবে প্রশিক্ষণ পরিচালনা করছে্ন। প্রতিদিন তিনটি প্রশিক্ষণ বিমান ওঠানামা করে। আর আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী যেসব এলাকায় বিমাম ওঠা-নামা করে সেসব এলাকায় ঘুড়ি ওড়ানো যাবে না। সেজন্য নিষেধ করে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।