পাবনার ঈশ্বরদীতে নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ
- প্রকাশিত সময় ০৭:১৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / 150
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ প্রতিপক্ষের হাতে শাহজাহান নামের এক ব্যক্তি খুন হওয়ার ৩ বছর পর পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে নিহতের ছেলে শাকিল। সে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়েছিল।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৪ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে। ঈশ্বরদী থানা বিষয়টি নিশ্চিত করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত শাহজাহানের ছেলে শাকিল আহমেদ (২২) বুধবার দুপুরে ৭//৮ জন বন্ধুদের সাথে অন্যান্য দিনের মতো নলগাড়ী এলাকায় পদ্মা নদীতে গোসল করতে আসে। বন্ধুদের সাথে গোসল করতে করতে এক পর্যায়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার কারণ জানতে জিজ্ঞাসাবাদের জন্য শাকিলের ৪ বন্ধুকে আটক করেছে রূপপুর পুলিশ ফাাঁড়ি।
এ ব্যাপারে রূপপুর ফাঁড়ির ইনচার্জ বিকাশ চক্রবর্তী জানান, নিখোঁজ শাাকিলের ৪ বন্ধুকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ঈশ্বরদী অতিরিক্ত পুলিশ সুপারের (সার্কেল) অফিসে নেয়া হয়েছে। ঘটনার সত্যতা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
প্রসঙ্গত: ২০১৭ সালের ২৫ মার্চ প্রতিপেেক্ষর হামলায় নিহত হয় নিখোঁজ হওয়া শাকিলের বাবা শাহজাহান আলী। তবে শাকিল নিখোঁজের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪ জন শাহজাহান হত্যা মামলার আসামীদের আত্মীয় নয় বলে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ বিকাশ চক্রবর্তী জানিয়েছেন।