ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপরে

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৫:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • / 72

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জ পয়েন্টে ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নভূমি।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাদ দিয়ে জানিয়েছে পানি আরও কয়েকদিন বাড়তে পারে। এছাড়া রবিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় পাউবোর নির্মিত সুইচগেটের প্লেট আকস্মিক ভাবে ভেঙ্গে যাওয়াতে এলাকায় তীব্র স্রোতে পানি প্রবেশ করে সয়লাভ হয়েছে। এতে সড়ক বিভাগের সদ্য নির্মিত সেতু হুমকিতে পড়েছে। গত ২৪ ঘন্টা পার হলেও সেখানে পানি প্রবেশ রোধ করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাবিবুল হক জানান, প্রতিদিন পানি বাড়ছে, তাই কৃষি সম্পদের ক্ষতিরবিবরণ এখনই বলা যাচ্ছেনা। তবে নদীর তীরবর্তি চরা লের প্রায় সব জায়গাতে পানি বৃদ্ধির ফলে পাট, তিলসহ অন্যান্য ফসলের ক্ষেত ডুবে গেছে।

অপরদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে, জেলার কাজিপুর, সদর, চৌহালী, শাহজাদপুর, বেলকুচির চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হচ্ছে। ফসলি জমি ছাড়াও নিচু বাড়িগুলো পানিতে নিমজ্জিত হচ্ছে।

শনিবার রাতে কাজিপুরের শুভগাছা এলাকায় যমুনার পানি প্রবেশ করাতে পুরো এলাকায় যাতায়াতের মাধ্যম বন্ধ হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পরেছে জেলার প্রায় ৪০ হাজার মানুষ।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ জানান, বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সেল গঠন করা হয়েছে। সরকারি জিআর চাল ও পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে, জনপ্রতিনিধিদের সহায়তায় বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।

সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপরে

প্রকাশিত সময় ০৫:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জ পয়েন্টে ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নভূমি।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাদ দিয়ে জানিয়েছে পানি আরও কয়েকদিন বাড়তে পারে। এছাড়া রবিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় পাউবোর নির্মিত সুইচগেটের প্লেট আকস্মিক ভাবে ভেঙ্গে যাওয়াতে এলাকায় তীব্র স্রোতে পানি প্রবেশ করে সয়লাভ হয়েছে। এতে সড়ক বিভাগের সদ্য নির্মিত সেতু হুমকিতে পড়েছে। গত ২৪ ঘন্টা পার হলেও সেখানে পানি প্রবেশ রোধ করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হাবিবুল হক জানান, প্রতিদিন পানি বাড়ছে, তাই কৃষি সম্পদের ক্ষতিরবিবরণ এখনই বলা যাচ্ছেনা। তবে নদীর তীরবর্তি চরা লের প্রায় সব জায়গাতে পানি বৃদ্ধির ফলে পাট, তিলসহ অন্যান্য ফসলের ক্ষেত ডুবে গেছে।

অপরদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে, জেলার কাজিপুর, সদর, চৌহালী, শাহজাদপুর, বেলকুচির চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হচ্ছে। ফসলি জমি ছাড়াও নিচু বাড়িগুলো পানিতে নিমজ্জিত হচ্ছে।

শনিবার রাতে কাজিপুরের শুভগাছা এলাকায় যমুনার পানি প্রবেশ করাতে পুরো এলাকায় যাতায়াতের মাধ্যম বন্ধ হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পরেছে জেলার প্রায় ৪০ হাজার মানুষ।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ জানান, বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সেল গঠন করা হয়েছে। সরকারি জিআর চাল ও পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে, জনপ্রতিনিধিদের সহায়তায় বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।