বিজ্ঞপ্তি :
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৭:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / 85
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনার পানি গত কয়েকদিন বৃদ্ধি অব্যাহত থাকার পর আজ বুধবার থেকে তা কমতে শুরু করেছে।
সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার পানি কমে পেয়ে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাদ দিয়ে জানিয়েছে পানি আরও কমবে আবার কিছুটা সময় নিয়ে বাড়তে পারে।
অপরদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে, জেলার কাজিপুর, সদর, চৌহালী, শাহজাদপুর, বেলকুচির চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হচ্ছে। ফসলি জমি ছাড়াও নিচু বাড়িগুলো পানিতে নিমজ্জিত হচ্ছে। বাঁধ এবং উঁচু স্থানে আশ্রয় নেয়া মানুষগুলো বিশুদ্ধপানি ও স্যানিটেশন কষ্টে আছে।