টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
- প্রকাশিত সময় ০১:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / 129
কামরান পারভেজ ইভান, বিশেষ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনায় পানি বৃদ্ধি থাকার পর আজ বৃহস্পতিবার থেকে নদীর পানি কমতে শুরু করেছে।
টাঙ্গাইল পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টাঙ্গাইলে পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম জানান, টাঙ্গাইলে সব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সদর, কালিহাতী, ভূঞাপুর, নাগরপুর ও গোপালপুর উপজেলার নদীতীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, হুগড়া, কাতুলী, মামুদনগর। ভূঞাপুর উপজেলার গাবসারা, অর্জুনা, গোবিন্দাসী, নিকরাইল। কালিহাতী উপজেলার দুর্গাপুর, গোহালিয়াবাড়ি, বল্লভ বাড়ী, সরাতৈল, বল্লা, দশকিয়া। গোপালপুর উপজেলার হেমনগর, নগদাশিমলা, ঝাউয়াইল। এবং নাগরপুর উপজেলার সলিমাবাদ, ভাড়রা, মোকনা, চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হচ্ছে।
পাকুটিয়া ইউনিয়নের অর্ধশত গ্রাম সম্পূর্ণ ও শতাধিক গ্রাম আংশিক প্লাবিত হয়ে পড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাদ দিয়ে জানিয়েছে পানি আরও কমবে আবার কিছুটা সময় নিয়ে বাড়তে পারে।
বাঁধ এবং উঁচু স্থানে আশ্রয় নেয়া মানুষগুলো বিশুদ্ধপানি ও স্যানিটেশন কষ্টে আছে।