সিরাজগঞ্জের তাড়াশে শিশু ধর্ষনচেষ্টা মামলার আসামী গ্রেফতার
- প্রকাশিত সময় ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / 153
মহসীন আলী, তাড়াশঃ সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার এক শিশু ধর্ষনচেষ্টা মামলার আসামী আমজাদ হোসেন (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
বুধবার তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব ১২ অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল, পিএসসি, মো: খাইরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, গত ৮ মে তাড়াশের মান্নান নগর এলাকায় টাকার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষনের চেষ্টা করে স্থানীয় আমজাদ হোসেন নামে এক ব্যক্তি। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আমজাদ হোসেন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। তার প্রেক্ষিতে পালাতক আমজাদ হোসেনকে আটক করা হয়েছে ।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, অপর দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হরিনাথপুর চর গ্রামের পনের বছর বয়সী কিশোরী কন্যাকে প্রায় এক বছর যাবৎ তার পাষান্ড পিতা মনিরুল বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে ধর্ষন করে আসছিল। কিশোরী তার পিতার নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে গত ২৭ জুন বেলকুচি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। তার পেক্ষিতে পালাতক আসামী কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযুক্ত পিতা মনিরুল ইসলাম (৪৫) কে আটক করেছে র্যাব।