পাবনার ঈশ্বরদীতে নতুন করে ৮৬ জন করোনা আক্রান্ত
- প্রকাশিত সময় ০৪:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / 70
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৮৩ জনসহ মোট ৮৬ জন ঈশ্বরদীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন রূপপুর প্রকল্পের ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান পাহারপুর কুলিং টাওয়ার্স লিঃ এর ৫৯ জন এবং অন্যান্য সাব-ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে আসা ২৪ জন।
এছাড়া ঈশ্বরদী হাসপাতালের নার্স তৃপ্তি বিশ্বাস এবং রেলগেট এলাকার ব্যবসায়ী জনৈক কর্ণেলের স্ত্রী ও শ্যালিকা আফরোজা এবং সাবিনা ইয়াসমিন রয়েছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান শনিবার সন্ধ্যায় ও রবিবার সকালে ঢাকার প্যাথল্যাব, আইইসিসিডিআর এবং বগুড়ার টিএমএসএস থেকে পাঠানো রিপোর্টের বরাত দিয়ে ৮৬ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাঃ আসমা খান আরও জানান, আক্রন্তদের কিছু নমুনা ঈশ্বরদী হাসপাতালে সংগ্রহ করা হয়েছিল। তবে ভারতীয় পাহারপুর কুলিং টাওয়ার্স লিঃ আলাদাভাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা করে। হাসপাতালে এ্যাম্পুল ও স্টিকের সংকটের পাশাপাশি রাজশাহীতে রিপোর্ট প্রাপ্তিতে কিছুদিন ধরে জট সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে পাহারপুর লিঃ স্বউদ্যোগে নমুনা সংগ্রহ এবং পরীক্ষার ব্যবস্থা করে।