পাবনায় দেশী-বিদেশী অস্ত্রসহ ২ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার
- প্রকাশিত সময় ০২:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / 117
নিউজ ডেস্কঃ পাবনায় র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ২ টি তলোয়ার, ২ টি চাইনিজ কুড়াল ও ১ টি ছুরিসহ ২ জন অস্ত্রধারী ডাকাত দলের সদস্য গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, পাবনা জেলার সদর থানার বিলভাদুরিয়া গ্রামের মোঃ শামসউদ্দিন মন্ডল এর ছেলে ওমর আলী (২০) ও একই গ্রামের বাদশা প্রামানিক এর ছেলে সোহাগ প্রামানিক (২০)।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পাবনা জেলার সদর থানাধীন বিল ভাদুরিয়া এলাকায় একদল ডাকাত অবৈধ অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-২, পাবনা র্যাবের একটি চৌকষ আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ২ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং ৩/৪ জন ডাকাত দলের সদস্য কৌশলে পালিয়ে যায়।
এসময় গ্রেফতারপূর্বক ঘটনাস্থল হতে অবৈধ অস্ত্র ০১ (এক) টি বিদেশী পিস্তল, ০১ (এক) টি ম্যাগাজিন, ০২ (দুই) টি চাইনিজ কুড়াল, ০২ (দুই) টি তলোয়ার ও ০১ (একটি) ছুরি উদ্ধার করা হয়।
ধৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা জানায় যে, পলাতক ডাকাত সদস্য ইমরান বিশ্বাস (২৪) এর নেতৃত্বে ধৃত ডাকাত দলের সদস্যসহ অন্যান্য ডাকাতরা অত্র এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিকট হতে ও র্যাবের গোপনীয় ও প্রকাশ্য তদন্তে জানা যায় যে, পলাতক ডাকাত সদস্য ইমরানের নেতৃত্বে ধৃত ও পলাতক ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন সময়ে ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। উক্ত ডাকাত সদস্যগণ অত্র এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে এলাকায় জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়সহ পলাতক আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলিতেছে।