পাবনার ভাঙ্গুড়ায় একদিনে ২ জনের আত্মহত্যা
- প্রকাশিত সময় ০১:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / 186
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় একদিনে পৃথক ঘটনায় একগৃহবধূ ও এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা পারভাঙ্গুড়া ইউনিয়নের কালিকাদহ মৌমিতা (৩০) নামের এক গৃহবধূ কীটনাশক সেবনে আত্মাহত্যা করেছে ও অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা গ্রামে জান্নাতুল ফেরদৌস(১৭) নামের স্কুল ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌমিতা সে ওই গ্রামের অটো সিএনজি রিক্সাচালাক কামরুলের স্ত্রী ও এক সন্তানের জননী। গত প্রায় তিন মাস পূর্বে অটো সিএনজি রিক্সাচালক কামরুলের সাথে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার চিথূলীয়া গ্রামের শবদেল আকন্দের মেয়ে মৌমিতার সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। মৌমিতার পূর্বে একস্থানে বিবাহ হয়েছিল এবং সেখান তালাক প্রাপ্ত হয়ে এসেছিল এবং এটি তার দ্বিতীয় বিয়ে। বিবাহের পর থেকেই তার সাথে তার স্বামী কামরুল ভালে ব্যবহার করত না। প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত।
এরই ধারাবাহিতকায় গত সোমবার তার স্বামী কামরুল এনজিওর ঋণ তোলার কথা বলে তার স্ত্রীর তালাকের সম্মতিপত্রে স্বাক্ষর নিয়ে নেয়। মৌমিতা স্বাক্ষরের সময় কিছু বুঝতে পারে নি। কিন্তু মঙ্গলবার সকালে তার স্বামী কামরুল তার স্ত্রীকে তালাকের কথা জানিয়ে তাকে বাড়ি ছেড়ে
চলে যেতে বলে।
এর পরপরই সে কীটনাশক সেবন করে অসুস্থ্য হয়ে পরে। অসুস্থ্য অবস্থায় স্থানীয়রা তাকে ভোড়ামারা বাজারের পল্লী চিকিৎসক বাবুল এর কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে জান্নাতুল ফেরদৌস গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে পিতা মাতার উপর অভিমান করে আসছিল। এই বিষয় নিয়ে গত দুই তিনধরে সে না খেয়ে ছিল। এরই ধারাবাহিতকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সবার অজান্তে নিজ শয়ন ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহতা করে। পরিবারের লোকজন বিষয়টা টের পেয়ে জানাতুল ফেরদৌসের মরদেহ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পৃথক ঘটনায় থানায় দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।