সিরাজগঞ্জে মৃত গরুর মাংস বিক্রি করায় জরিমানা আদায়
- প্রকাশিত সময় ০৪:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / 182
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল এলাকায় মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ৯ জুলাই দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাগেছে, শহরের কাঁঠেরপুল এলাকায় মাংস বিক্রেতা হেলাল উদ্দিন স্বাভাবিক মুল্যর চেয়ে কমমুল্যতে মাংস বিক্রি করাছে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তা উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসিম কুমার নিজেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং মাংস গুলো মাটিতে পুঁতে ফেলাসহ দোকান বন্ধের নির্দেশ দেন।
মাংস বিক্রেতা হেলাল উদ্দিন জেলার রায়গঞ্জ উপজেলার গুনগাতি গ্রামের আব্দুল গণি আকন্দের ছেলে।
এদিকে পৌর এলাকার মধ্যে এভাবে মৃত গরুর মাংস বিক্রির বিষয়টি শহরবাসিকে ভাবিয়ে তুলেছে।