পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ

- প্রকাশিত সময় ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / 108
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত নন-এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারিদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
করোনা কালীন পরিস্থিতিতে প্রতিষ্টান বন্ধ থাকায় স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র-ছাত্রীদের নিকট হতে বেতন আদায় করতে পারছে না। যে কারণে প্রতিষ্ঠান হতে এসব শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে না পারায় নন-এমপিও শিক্ষক ও কর্মচারিরা মানবেতর জীবন যাপন করছেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী নন-এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তায় নগদ প্রণোদনার ব্যবস্থা করেন।
বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৩৩ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।
উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলীসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।
পরে ১৩৩ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে ছয় লাখ পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হয়।