পাবনা-৪ আসনের উপনির্বাচনে মনোনয়ন চাইবো –উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস
- প্রকাশিত সময় ০১:৫৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / 144
নিজেস্ব প্রতিবেদকঃ শনিবার ১৮ জুলাই রাতে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এর নিজেস্ব বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যাবস্থা, মাদক নিয়ন্ত্রন সহ নানা সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনা হয়। তারই এক পর্যায়ে আসন্ন উপনির্বাচনের বিষয়টি সামনে আসে। আসন্ন উপনির্বাচনে তিনি অংশগ্রহন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন চাইবেন বলে জানান।
ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেন, আমি আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের কাছে পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন চাইবো। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নৌকার বিজয় নিশ্চিত করে এই আসনটি তাকে উপহার দিবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, তবে তিনি যদি আমাকে মনোনয়ন না দেন, তাহলে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমি তার পক্ষেই নির্বাচন করবো। আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের সঙ্গে আছি, একাত্তোরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যুদ্ধপরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমার কপালে স্নেহ চুম্বন দিয়ে বলেছিলেন দেশ স্বাধীন হয়েছে এখন দেশ গঠনের সময়, যাও এলাকায় গিয়ে দেশ গঠনে সহযোগীতে করো। তখন আমি এলাকায় এসে আমার সাধ্যমত কাজ করার চেষ্টা করেছি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতীর পিতাকে সপরিবারে হত্যার পর আমাকেও কারাগারে প্রেরণ করা হয়। এরপর থেকে নান অত্যাচার-নির্যাতন ও প্রলোভন দেখানো হয়েছে আওয়ামীলীগ ত্যাগ করার জন্য। শত প্রচেষ্টাতেও তারা আমাকে কখনো আওয়ামীলীগ থেকে দূরে সড়াতে পারেনি। আমি আওমীলীগকে ভালোবাসি এবং দলের যেকোন দলীয় সিদ্ধান্তকে অত্যান্ত শ্রদ্ধা করি। তাই মনোনয়ন যেই পাক না কেন আমি নৌকার পক্ষে সবসময়ই কাজ করে যাব।
এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের সন্মানিত সাংবাদিকবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।