ঈশ্বরদী ইউএনও’র স্ত্রীসহ নতুন ১৪ জন করোনা আক্রান্ত

- প্রকাশিত সময় ০৭:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / 143
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের স্ত্রী মিসেস্ কামরুন্নাহার, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আফরোজ বেগম ও তাঁর স্বামী মোস্তাফিজুর রহমানসহ আরো ১৪ জন নতুন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত অন্যান্যরা হলেন, পাকশীর যুক্তিতলার সাগর, সলিমপুরের শহিদুল হক ও সাইদুল হক, সাহাপুরের আমজাদ হোসেন, কারিগর পাড়ার সোহাগসহ আরো কয়েকজন রয়েছে। যাদের ঠিকানা পাওয়া যায়নি।
রাজশাহী ল্যাব হতে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে রবিবার ১৯ জুলাই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাঃ আসমা খান জানান, মোট ৬৩ জনের করোনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জনের ফলাফল পজেটিভ এসেছে। সকলকে ফোন করে তাদের করোনা পজিটিভের তথ্য জনানো হয়েছে। এর মধ্যে মাহাতাব কলোনীর ইজাহার আলীর রিপোর্ট আজ পাওয়া গেলেও তিনি গত ১৭ই জুলাই রাতে নিজ বাড়িতে মারা গেছেন।