পাবনার ভাঙ্গুড়ায় বন্যায় নিচু এলাকার ঘর-বাড়ি প্লাবিত ও ৪৫০ হেক্টর আমন ক্ষেত পানিতে নিমজ্জিত
- প্রকাশিত সময় ০৯:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / 120
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। উপজেলার ৪ টি ইউনিয়নের গ্রামীন সড়কগুলো ইতোমধ্যে ডুবে গেছে। আর গ্রামগুলো ভাসছে পানিতে। নিচু এলাকার অনেক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। কয়েক‘শ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
বর্তমানে এখানকার অধিবাসীদের চলাচলের একমাত্র মাধ্যম হয়েছে নৌকা। আজ রবিবার ১৯ জুলাই বিকালে সরেজমিনে ভাঙ্গুড়া ইউনিয়নের কলকতি শান্তিনগর এবং পৌরসভার উত্তর মেন্দা মহল্লার বেশ কিছু বাড়ি-ঘর বন্যায় প্লাবিত হয়েছে দেখা যায়। এসব বাড়ির বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানা যায়।
এছাড়া বন্যার কারণে উপজেলার খানমরিচ, দিলপাশার ও অষ্টমণিষা ইউনিয়নের কয়েক হাজার অধিবাসী দুর্ভোগের শিকার হয়েছেন।
কলকতি শান্তি নগর গ্রামের বাসিন্দা গোলাম হোসেন বলেন, ঘরে পানি উঠেছে। রান্না-খাওয়া ও চলাচলের ক্ষেত্রে খুবই দুর্ভোগের শিকার হয়েছি। তবে প্রতিবেশি কয়েকজন তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে তিনি জানান।
এদিকে বন্যায় কোন কোন এলাকার আমন ক্ষেত সম্পুর্ণ তলিয়ে গেছে।
উপজেলা কৃষি অফিসার এনামুল হক জানান, ইতোমধ্যে ৪৫০ হেক্টর জমির আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, বন্যা কিছু মানুষের দুর্ভোগের কারণ হয়েছে তবে এখন পর্যন্ত ক্ষয় ক্ষতির কোন খবর নেই। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।