সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল সলিড স্পার বাঁধের ৭৫ মিটার এলাকায় ধস
- প্রকাশিত সময় ০৩:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / 182
আমিনুল ইসলাম, সিরাজগঞ্জঃ যমুনার প্রচন্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল সলিড স্পার বাধে ধস নেমেছে। আকষ্মিক প্রায় ৭৫ মিটার এ ধসে এলাকা জুড়ে আতংক দেখা দিয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড ধসের বিস্তৃতি ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে সিরাজগঞ্জ পাউবো কর্তৃক ২০০০ সালে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেতিল স্পার বাধে স্যাংকে হঠাৎ করে প্রচন্ড স্রোতে ধস নামতে শুরু করে তা দুপুর পর্যন্ত ৭৫ মিটারে বিস্তৃতি লাভ করে বাধের মাঝ খান পুরো বিলীন হয়। এতে সিসি ব্লক ধসে পড়ে নদীতে। বাধটি হঠাৎ বিলীনে এলাকা জুড়ে দেখা দেয় আতংক। স্থানীয়রা দ্রুত বাধটি সংস্কারের দাবী জানিয়ে রক্ষনা বেক্ষনে অবহেলাকে দায়ী করেন।
এদিকে বাধ ধসের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করে এলাকাবাসীকে আতংকিত না হবার পরামর্শ দিয়ে জানান, প্রতিবছরই এই স্থানে ধস নেমে আসছে মুলত নদীর গতীপথ পরিবর্তনের কারনে। বাধের উত্তর পাশের জেগে ওঠা চর অপসারন ও আগামী শুষ্ক মৌসুমে পুরো বাধটি স্থায়ী ভাবে মেরামত করা হলে বাধ ঝুঁকি মুক্ত হবে।