বিজ্ঞপ্তি :
পাবনায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু সড়কের উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৪:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / 129
এস এম আলম, পাবনাঃ জাতির জনক মুজিব শতবর্ষ উপলক্ষে পাবনা পৌরসভা আরো একজন বীর মুক্তিযোদ্ধার নামে একটি সড়কের নামকরন করেছে।
শুক্রবার ২৪ জুলাই সকালে পৌর এলাকার পাথর তলার পুরাতন টেকনিক্যাল মোড়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু’র নামে এ সড়কের উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার স¤পাদক হাজী শরীফসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বিকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের নামে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর নামকরন করা হচ্ছে বলে জানান পৌর কর্তৃপক্ষ।