কুষ্টিয়ায় ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশিত সময় ০২:১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / 79
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে ৪৫৫ বোতল অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ৩ জন মাদক আসামীদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালি গ্রামের মোকলেছুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান (৩৭), ভাদানিয়াপাড়া’র মোঃ ইয়ার আলীর ছেলে মোঃ জুয়েল (৩০) ও একই গ্রামের বিষু’র ছেলে লালন (২৯)।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার জানান, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৭ জুলাই বেলা ১২ টা ৫০ মিনিটের সময় অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মথুরাপুর বাজারস্থ চার রাস্তার মোড় হতে আসামীদেরকে গ্রেফতার করা হয়। এসময় আসামীর নিকট থেকে ৪৫৫ (চারশত পঞ্চান্ন) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় এজাহার দায়ের করা হচ্ছে।