পাবনার আটঘরিয়ায় এক ফার্মের বয়লার মুরগির বাচ্চা মারা যাওয়ায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
- প্রকাশিত সময় ০৪:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / 95
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার নরজান গ্রামে আসলাম হোসেনের দুই হাজার বয়লার মুরগির বাচ্চা হঠাৎ করে মারা যাওয়ায় তার ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। গত কয়েক দিনে ২০/২৫ দিনের বয়লার মুরগির বাচ্চা মারা যাওয়ায় তার ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে।
সরজমিনে জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামের মৃত নুর বক্স মল্লিকের ছেলে আসলাম দীর্ঘ দিন ধরে বয়লার মুরগির ফার্মের ব্যবসা করে আসছে। সে উপজেলা দারিদ্র বিমোচন অফিস মোটা অংকের টাকা ঋণ নিয়ে একটি বয়লার খামার করে ব্যবসা করেন। কিন্তু গত কয়েক দিন যাবত এই খামারে রাখা ২০/২৫ দিনের দুই হাজার বয়লার মুরগির বাচ্চা দিনে ও রাতে মারা যায়।
খামার মালিক আসলাম হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়ে অনেক দিন ধরে বয়লার মুরগির বাচ্চা কিনে ব্যবসা করে আসছি। কিন্তু আমার খামারে হঠাৎ করে ২/৩ দিনের মধ্যে বাচ্চা গুলো মারা যায়। এই বাচ্চা গুলো মারা যাওয়া আমার ৫ থেকে ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। এখন আমার সব শেষ হয়ে গেছে। এখন আমার পক্ষে এই ঋণ পরিশোধ করা কোনো মতেও সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, আমি মুরগির খাবারের জন্য একটি দোকান থেকে খাদ্য নিয়ে আসতাম সে আমাকে এখন প্রতি নিয়তই টাকার জন্য চাপ দিচ্ছে। কিন্তু এই অবস্থায় আমার পক্ষে কাউকে টাকা দেওয়া সম্ভব নয়। আমার উপর তাদের মানবিক দৃষ্টি দিলে আমি পর্যাক্রমে এই টাকা পরিশোধ করিব।