পাবনার ভাঙ্গুড়ায় অটো বোরাকের ধাক্কায় নাতি নিহত, নানী আহত
- প্রকাশিত সময় ০৩:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / 99
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলো আঠারো মাস বয়সী শিশু সৌরব। বেপরোয়া ব্যাটারি চালিত অটো বোরাকের ধাক্কায় সৌরভ হোসেনের মর্মান্তিক মৃত্যু হয় এবং সাথে থাকা নানী আলেয়া(৫০) গুরুত্বর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কে। নিহত সৌরভ পৌর সভার উত্তর সারুটিয়া মহল্লার সাগর আলীর ছেলে। আহত আলেয়া সাগরের শ্বাশুড়ী ও নৌবাড়িয়া গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, ঈদের আগের দিন শিশু সৌরভ তার মায়ের সঙ্গে নৌবাড়ীয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। নানা রাশেদুল ইসলামের বাড়ি নৌবাড়ীয়া গ্রামে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের পাশে। রোববার রাতে প্রচন্ড গরমে নানী আলেয়া খাতুন নাতিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করার সময় সড়ক পার হচ্ছিল। এ সময় শরৎনগর বাজার থেকে নৌবাড়ীয়া গামী একটি বেপরোয়া অটো বোরাক তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে রোবাকটি তাদের উপর উল্টে পড়ে। এতে নানী ও নাতি গুরুত্বর আহত হন।
এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে শিশুটিকে রাতেই পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানী আলেয়া খাতুনের হাত প্লাস্টার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা। এদিকে স্থানীয় ও ভূক্তভোগীরা জানিয়েছে, ব্যাটারি চালিত অটো বোরাকের চালকের নাম বরাত আলী। সে নৌবাড়ীয়া উত্তর পাড়ার জাহের আলীর ছেলে।
আজ মঙ্গলবার পর্যন্ত জানা গেছে, বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা চলছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কেউ থানায় কোনো কিছু জানায়নি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে।